মামুনুল হকের মুক্তি চেয়ে খেলাফত মজলিস সিলেটের হুঁশিয়ারি

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

মামুনুল হকের মুক্তি চেয়ে খেলাফত মজলিস সিলেটের হুঁশিয়ারি

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শখা। রোববার (১৮ এপ্রিল) বেলা ৩ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

 

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘রমজান মাসে আলেম-উলামা ও সাধারণ মানুষকে হয়রানি ও গ্রেপ্তার করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। নেতৃদ্বয় হয়রানি ও গ্রেপ্তার বন্ধ এবং আটককৃতদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান। অন্যথায় আলেম-উলামারা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

 

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘হয়রানি ও গ্রেপ্তার করে আলেম-উলামাদের আন্দোলনকে ঠেকানো যাবে না। দেশের জনগণ ইসলাম ও দেশের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত।’

 

 

দুপুরে পাঠানো বিবৃতিতে বিবৃতি দাতা হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মদ মাহবুবুল হকের নাম উল্লেখ করা হয়।

 

 

এর আগে আজ রোববার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ মামুনুল হককে গ্রেপ্তার করে।

 

 

গ্রেপ্তারের পর মামুনুল হককে প্রথমে পুলিশের তেজগাঁও বিভাগে নেওয়া হয়েছিল। সেখানে কিছু সময় রাখার পর তেজগাঁও থানায় নেওয়া হয়। এর আগে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ২০২০ সালে মোহাম্মাদপুরে একটি ভাঙচুরের মামলায় মামুনুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে মতিঝিল, পল্টন, নারায়ণগঞ্জে। পরে সেগুলো সমন্বয় করা হবে। কাল সোমবার মামুনুলকে আদালতে তোলা হবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর