ছাত্রদল নেতা নাবিল রাজা ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

ছাত্রদল নেতা নাবিল রাজা ইয়াবাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাবিল রাজা চৌধুরী ও তার দুই সহযোগিকে ১৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আটক নাবিল রাজা চৌধুরী জালালাবাদ আ/এ নুরারী ৪২ বাসার ফরহাদ রেজা চৌধুরীর ছেলে।

 

 

নাবিল রাজা চৌধুরীর বিরুদ্ধে সিলেট মহানগরের বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, পুলিশ আক্রান্ত, ছিনতাই, খুন, ধর্ষণসহ সর্বমোট ৪১টি মামলা বিচারাধীন রয়েছে।

 

 

গ্রেপ্তার অন্য দুজন হল- নগরের আখালিয়া এলাকার আক্তার বক্সের ছেলে মো. জামিল বক্স (৩০) ও সুবিদবাজারের বনকলাপাড়া এলাকার রকিব উদ্দিন খানের ছেলে মো. তানজিন খান (৩৫)।সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

 

এর আগে রোববার (১৮ এপ্রিল) রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে সুবিদবাজারের বনকলাপাড়ার নুরানী ১২৯ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ।

 

 

এদিকে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর