ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১
কমলগঞ্জ সংবাদদাতা
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন না মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দায়ে মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে ৬ মামলায় ২৩ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজার ও মুন্সিবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশেকুল হকের নেতৃত্বে পুলিশি সহযোগিতায় দুপুরে উপজেলা সদরের ভানুগাছবাজার ও মুন্সিবাজারসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় লকডাউন না মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ২৩ হাজার ৫শত টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশেকুল হক জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host