ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও সেক্রেটারি মাওলানা মামুনুল হকসহ গ্রেপ্তার হওয়া সংগঠনটির সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছে ঢাকা মহানগর হেফাজতের নেতৃবৃন্দ।
মঙ্গলবার হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর নেতৃবৃন্দের এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
ঢাকা মহানগরের সহ-সভাপতি মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা নাজমুল হাসান, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা জসীমউদ্দীন, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা শিব্বির আহমদ, মুফতি মহিউদ্দিন মাসুম, সহ-সাধারণ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাজহারী, মুফতি জাবের কাসেমী, মাওলানা আজিজুল হক, মাওলানা আব্দুর রহমান খান, মাওলানা আবু তাহের খান, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মুহাম্মদ আজহার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা জুবায়ের, মাওলানা আজিজুর রহমান হেলাল, সাইফুদ্দিন আহমেদ খন্দকার, প্রচার সম্পাদক মুফতি আবদুল মুমিন, অর্থ সম্পাদক মাওলানা মুফতি জাকির হোসাইন কাসেমী, স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব, দপ্তর সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর মুস্তাফিজুর রহমান এ বিবৃতি দেন।
অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘সরকার দেশে লকডাউন দিয়ে আলেম-উলামাদের হয়রানি করার নীলনকশা তৈরি করেছে। লকডাউনকে হাতিয়ার বানিয়ে গ্রেপ্তার আর হয়রানির এক মহোৎসবে মত্ত সরকার। এই গ্রেপ্তার তামাশা বন্ধ করুন।’
হেফাজত নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যেই হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, কেন্দ্রীয় সহ-প্রচার ও ঢাকা মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ উল্লাহ, ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা বশীরুল্লাহসহ সারাদেশে কয়েকশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আমরা গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
রিমান্ড প্রসঙ্গে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, গ্রেপ্তার নেতৃবৃন্দকে রিমান্ডে দিয়ে নির্যাতন করা হচ্ছে। রিমান্ডে নিয়ে নেতৃবৃন্দকে নির্যাতন হেফাজতে ইসলাম মেনে নেবে না। হেফাজতের ধর্মীয় নেতৃবৃন্দকে পবিত্র রমজান মাসে ইবাদতের মাসে যথাযথ ইবাদত-বন্দেগি করার সুযোগ করে দিতে হবে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host