ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১
মৌলভীবাজার সংবাদদাতা
মৌলভীবাজার শহরের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বুধবার (২১ এপ্রিল) দুপুরে কুসুমবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন রিপনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, রিপন দেব নাথ (২৮) মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের ভুজবল গ্রামের ণীল মনি দেব নাথের ছেলে।
রিপন দেব নাথ জানান, সকালে আমার মালিকানাধীন শমশেরগঞ্জ বাজারে অবস্থিত রেডিএন ডায়াগনস্টিক সেন্টারের আল্ট্রাসনোগ্রাম মেশিন কিনার জন্য সিটি ব্যাংকে ৪ লাখ টাকা জমা দিতে যাই। হঠাৎ একটি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তার হাতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাঁর হাতে রাখা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইয়াসিনুল হক বলেন, আমরা প্রাথমিকভাবে ছিনতাই বলছি। আমরা আরও তদন্ত করছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host