এবার রিমান্ডে মাওলানা খোরশেদ কাশেমী ও শরফাত হোসাইন

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১

এবার রিমান্ডে মাওলানা খোরশেদ কাশেমী ও শরফাত হোসাইন

বিজয়ের কণ্ঠ ডেস্ক
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ-সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর খোরশেদ আলম কাশেমী এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক শরফাত হোসাইনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

 

বৃহস্পবার (২২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন।

 

 

এ দিন ২০১৩ সালের মামলায় তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

 

এর আগে বুধবার (২১ এপ্রিল) কাশেমীকে মোহাম্মদপুর এলাকা থেকে এবং শরাফত হোসাইনকে রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার করা হয়।

 

 

২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজত কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর