লকডাউন তুলে নেওয়ার বিনিময়ে জেলে যেতে চান বাবুনগরী

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১

লকডাউন তুলে নেওয়ার বিনিময়ে জেলে যেতে চান বাবুনগরী

বিজয়ের কণ্ঠ ডেস্ক
লকডাউনের নামে হয়রানি চলছে অভিযোগ করে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, আমার কাছে তালিকা পাঠান। আমি অভিযুক্তদের সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাবো। একজন পুলিশও পাঠাতে হবে না। এর বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন। দেশের নিম্ন আয়ের গরিব মানুষকে আর হয়রানি ও কষ্ট দেবেন না।

 

 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

 

 

বাবুনগরী বলেন, তাণ্ডব ও ভাঙচুরের অভিযোগে সারাদেশে গত ৮ বছরে যত মামলা হয়েছে, সবই অবৈধ, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। বিনা শর্তে ষড়যন্ত্রমূলক এসব মিথ্যা মামলা বাতিল করুন। কারাবন্দি আলেম-ওলামাদের মুক্তি দিন।

 

 

হেফাজত নেতাকর্মীদের রিমান্ড প্রসঙ্গে বাবুনগরী বলেন, এই রমজান মাসে বিধর্মী এবং অবিশ্বাসীদের দিয়ে রিমান্ডে নেওয়া আলেম-ওলামাদের জিজ্ঞাসাবাদ করাবেন না। তাদের মুক্তি দিন।

 

 

সারাদেশের মাদ্রাসা খুলে দেওয়া দাবি জানিয়ে বাবুনগরী বলেন, লকডাউনের অজুহাতে জোর-জবরদস্তি মাদ্রাসা বন্ধ করেছেন। কুরআন-হাদিসের চর্চা বন্ধ করে দিয়েছেন। সেগুলো খুলে দিন। কুরআন-হাদিসের ব্যাপক চর্চার বরকতে দেশের ওপর আল্লাহর রহমত নাজিল হবে।

 

 

তিনি বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আমল করার সেরা সময়। আল্লাহর কাছে আনুগত্য ও গোলামি প্রকাশ করা এবং নেকি বাড়নোর জন্য গুনাহগার বান্দার আপন সত্তা ও অহং বিলীন করার মাস এই মাহে রমজান। অথচ এ মাসেই বাংলাদেশে জুলুম, গ্রেপ্তার, নির্যাতন চালানো হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর