ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেট সরকারি বক্ষব্যাধি হাসপাতাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার বক্ষব্যাধি হাসপাতালের ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২০ জনের রিপোর্ট পজিটিভ আসে। শনাক্ত হওয়া ২০ জন সিলেট নগরের ও আশপাশের এলাকার বাসিন্দা বলে বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব সূত্র জানায়।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, বৃহস্পতিবার শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৫৭ জন, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজার জেলার ১০ জন রয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host