ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১
শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে আরও ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) ল্যাবে ২৯৭ করোনার নমুনা পরীক্ষা করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়।
বিয়ষটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক।
তিনি বলেন, ‘আমরা ২৩৬ জনের নমুনা গ্রহণ করেছি। সবমিলিয়ে ২৯৭টি নমুনা পরীক্ষা করে ৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৩৩ জন, সুনামগঞ্জের ৩ জন এবং হবিগঞ্জের ২৯ জন, মৌলভীবাজারের ১১ জন রয়েছেন।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host