ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরের বাগবাড়ি ও মেজরটিলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ধারালো ছুরিসহ চার ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা সোয়া ১১ টায় ও সোয়া ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সিনিয়র এএসপি লুৎফর রহমানের নেতৃত্বে র্যাব-৯, ইসলামপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেজরটিলা বাজারস্থ সিদ্দিক প্লাজার সামনে থেকে ২ ছিনতাইকারী ও মদিনা মার্কেটস্থ উত্তর বাগবাড়ী থেকে আরও দুই ছিনতাইকারীকে আটক করে।
আটক চার ছিনতাইকারী হলো- মেজরটিলা পুরাতন আবাসিক এলাকার মফিজ উদ্দিনের ছেলে রাইহান আহম্মেদ (২৫), ইসলামপুর ফালগুনী আবাসিক এলাকার আব্দুল লতিফের ছেলে সাজু আহম্মেদ (২৮), দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের (বর্তমানে এ/পি-শ্রাবণী, বাসা নং- ১৯, দক্ষিণ পাঠানটুলা রোড) মো. সফর আলীর ছেলে মো. মাসুম আহম্মেদ (২২) ও দোয়ারাবাজার উপজেলার সুলতানপুর গ্রামের (বর্তমানে এ/পি-রাগীব আলী রোড) মো. আব্দুল আহাদের ছেলে মো. নাঈম আহম্মদ (২০)।
উদ্ধারকৃত আলামত সহ আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host