বাঁশখালীতে শ্রমিক হত্যাকান্ড
সিলেটে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

<span style='color:#077D05;font-size:19px;'>বাঁশখালীতে শ্রমিক হত্যাকান্ড</span> <br/> সিলেটে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের আন্দোলনে পুলিশের গুলিতে ৬ শ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে প্রগতিশীল সংগঠনসমূহ।

 

 

শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট মহানগরের নেতা নাহিদ হাসান প্রান্তিকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলার সংগঠক ফাহিম আহমদ চৌধুরী, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠক রাজু শেখ ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেটের সংগঠক অজিত রায়।

 

 

এ সময় বক্তারা বলেন, বাঁশখালীর ঘটনা আমাদের দেখিয়ে দিয়েছে, বাংলাদেশ আজ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। মানুষের নূন্যতম কোনো গণতান্ত্রিক অধিকার নেই। মানুষের মানবিক অধিকার নেই। বর্তমানে কথা বলা মানেই মামলা, গুম, কথা বলা মানে পুলিশের গুলি।

 

 

বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক হত্যার জন্য দায়ী মালিকপক্ষ, পুলিশ, আনসার ও সিকিউরিটি গার্ডদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, পুঁজিবাদী শোষণমূলক রাষ্ট্রে শ্রমিককে শোষণ করেই মালিকশ্রেণি ফুলে ফেঁপে ওঠে। আর রাষ্ট্র ও সরকার তাদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেয়। তবে অতীতেও বিএনপির সরকার শ্রমিকদের ওপর অত্যাচার করে টিকতে পারেনি, বর্তমান আওয়ামী লীগ সরকারও টিকতে পারবে না। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর