ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
দ্বিগুন দামে তরমুজ বিক্রির দায়ে সিলেটে সুপার চেইন সপ স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গড়ে প্রতিটি তরমুজ ৩০০ টাকা দরে কিনে ৬৮ টাকা কেজি দরে প্রায় ৬০০ টাকায় বিক্রি করে আসছিল স্বপ্ন সিলেটের উপশহর শাখা।
বুধবার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে অভিযানে অংশ নেন অধিপ্তরের সহকারি পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। এতে সহায়তা করে র্যাব-৯।
শ্যামল পুরকায়স্থ বলেন, স্বপ্নতে প্রতিকেজি তরমুজ ৬৮ টাকা ধরে বিক্রি করা হচ্ছিল। এ হিসেবে একটি বড় তরমুজের মূল্য পরে ৬০০ টাকা। অথচ তাদের ক্রয় রশিদ যাচাই করে দেখা যায়, আড়ৎ থেকে তারা পিছ হিসেবে তরমুজ কিনে এনেছেন। এতে বড় সাইজের একটি তরমুজের দাম পড়েছে ৩০০ টাকা। পিছ হিসেবে কিনে কেজি দরে ও দিগুণ লাভে বিক্রির দায়ে স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাজার ও পণ্যের মান তদারকিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। রমজান মাসে এ অভিযান আরও জোরদার করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host