ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, মে ৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ঐতিহ্যবাহী কোম্পানী, চা শিল্পে ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মোমিনছড়া টি এস্টেট ও মাথিউরা টি এস্টেট-এর নিজস্ব ব্র্যান্ড “তাজ প্রিমিয়ার টি-এর সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার রাতে সিলেট নগরের টিলাগড়স্থ তাজ ভিলায় সেলস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিুকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
এজাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আইনজীবিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তাগণ। সবার উপস্থিতিতে “তাজ প্রিমিয়ার টি-এর সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে বক্তারা বলেন, তাজ প্রিমিয়ার টি সিলেটে চা-বাজারে অধিক সুনাম অর্জন করেছে। গুণ ও মানে এ কোম্পানীর পণ্য ব্যবসায়ী, চা-প্রেমি ও ক্রেতাদের গভীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাই এ কোম্পানীর পণ্যকে গ্রাহকদের সহজলভ্য করে তোলার নিমিত্তে সিলেট নগরের ব্যস্ততম এলাকা টিলাগড়ে একটি সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার প্রয়োজন দেখা দেয়। সেই প্রয়োজনীয়তা মেটাতে টিলাগড়ের তাজ ভিলায় ‘তাজ প্রিমিয়ার টি’র সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
বক্তারা আশা প্রকাশ করেন, এই সেলস ও ডিসপ্লে সেন্টার তাজ প্রিমিয়ার টি’র ব্যবসায়ী ও গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম হবে। প্রসার ঘটবে তাজ প্রিমিয়ার টি কোম্পানীর উন্নতমানের এ প্রোডাক্ট ও পণ্যের।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে ‘তাজ প্রিমিয়ার টি’ কোম্পানীর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক জিয়ের কণ্ঠ’র সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিন খান বলেন, ঐতিহ্যবাহী ‘তাজ প্রিমিয়ার টি’ কোম্পাপনীর উন্নতমানের প্রোডাক্ট জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা সচেষ্ট। কোম্পানীর সার্বিক সাফল্য ও উন্নতি লাভে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন।
কোম্পানীর সি.ই.ও দৈনিক বিজয়ের কণ্ঠ’র সহকারী সম্পাদক মো. ইসতিয়াক উদ্দিন খান উপস্থিত সকলকে সাধুবাদ জানিয়ে ‘তাজ প্রিমিয়ার টি’ কোম্পানীর সুষ্ঠু পরিচালনায় সকলের সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে কোম্পানীর সফলতা কামনা করে দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host