ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মে ২৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটে শনিবার সকাল থেকে বেলা ২ টার মধ্যে পাঁচবার ভূকম্পন অনুভুত হয়েছে। এতে নগরের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে নগরবাসীকে ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকান আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার বিকেলে সিসিকের হলরুমে নগরকেন্দ্রিক দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি এ আহবান জানান।
সভায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীতে আজ অন্তত ৪ থেকে ৫ বার ভূমিকম্প হয়েছে। মানুষকে আতঙ্কিত না হয়ে কীভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় করা যায় সেটি নিয়ে ভাবতে হবে। ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় সেটি নিয়ে আমরা ভাবছি। এসময় মেয়র নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।সভায় উপস্থিত ছিলেন সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো),ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন, সিলেট মহানগর পুলিশ, জালালাবাদ গ্যাসের প্রতিনিধিসহ সিলেট সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটের সময় প্রথম ভূমিকম্পটি অনুভব হয়। এরপর বেলা দুইটা পর্যন্ত আরও চারবার নগরে ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী- রিখটার স্কেলে ১০.৩৬ মিনিটে ভূমিকম্পের মাত্রা ছিল ৩। ১০.৫০ মিনিটে ভূমিকম্পের মাত্রা ৪.১। এরপর ১১.৩০ মিনিটে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ২.৮। এছাড়া ১১টা ৩৪ মিনিটের ভূমিকম্পের মাত্রা ২ এর নিচে হওয়ায় সেটা গননায় নেয়া হয়নি। এছাড়া বেলা ১টা ৫৮ মিনিটে ফের ৪ মাত্রার কম্পন অনুভূত হয়। এরপর সোয়া ২টার দিকে আবারও ভূমিকম্প হলেও সেটা রিখটার স্কেলে ২ মাত্রার নিচে হওয়ায় গণনায় নেয়নি আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, দফায় দফায় এমন মৃদু কম্পন থেকে বিশেষজ্ঞরা ধারণা করছেন বড় কোনো বিপর্যয়ের। তাই ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতেই এই সভা ডাকা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host