ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুন ২, ২০২১
নিজস্ব প্রতিবেদক
আগামী ৫-১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিলেট সিটি করপোরেশনে সাংবাদিকদের ওরিয়েন্টশন সম্পন্ন হয়েছে।
বুধবার নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের পরিচালনায় ও সিসিকের প্রধান নিবার্হী কর্মকর্তা ও সরকারের যুগ্মসচিব বিধায়ক রায় চৌধুরীর সভাপতিত্বে এতে অংশ নেন সিলেটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
এবার জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন ৬১ হাজার ৫শত ২ জন শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী ৬৩৯৬ জন শিশু এবং ৫৫ হাজার ১শ’ ৬ জন শিশুকে এ টিকার আওতায় আনা হবে।
স্থায়ী, অস্থায়ী এবং ইপিআই টিকা দান কেন্দ্রেসহ মোট ২৪৭ টি কেন্দ্রে টিকা খাওয়ানো হবে। সিসিকের পক্ষ থেকে সম্মানিত নাগরিকদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসতে এবং টিকা খাওয়ানো নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে।
সিসিকের ২৭টি ওয়ার্ডে টিকা কেন্দ্র সমূহে ৫৪ জন সুপারভাইজার কাজ করবেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host