ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুন ২, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নুর আলম সোনাইকে(২০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার এসএমপি’র জালালাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে গত ২৭ মে নন্দিরগাঁওয়ে এ ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া সোনাই জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের নন্দিরগাঁওয়ের লালা মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, গত ২৭মে বিকেল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানার নন্দিরগাঁওয়ের নোয়াগাঁও ধরম হাওর সংলগ্ন একটি খালের পাড়ে ওই শিশুকে ধর্ষণ করে নুর আলম সোনাই। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বুধবার জালালাবাদ থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নির্যাতিতা ওই শিশু বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host