ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের মতো এবারও বাংলাদেশের হজযাত্রীরা হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকেলে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারির প্রকোপ চলমান থাকায় সৌদি আরবে পবিত্র হজব্রত পালনের অনুমতি না পাওয়ায় গত বছর হজযাত্রী পাঠানো বন্ধ ছিল এবং এ বছরও তা বন্ধ থাকবে।’
আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কাজ সম্পন্ন করতে ই-হজ সিস্টেম চালুসহ হজ ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘হজ ক্যাম্প ভবনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।’
ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় চলতি অর্থবছরে এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার দুস্থ ইমামকে আর্থিক সাহায্য দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের সার্বিক কল্যাণ, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’
ট্রাস্ট প্রতিষ্ঠার পর ‘এনডাওমেন্ট’ তহবিলের মুনাফা হতে অদ্যাবধি ৭৪৭টি চার্চ, গির্জা, কবরস্থান, উপাসনালয়, ধর্মীয় প্রতিষ্ঠানকে ৩ কোটি ৬৬ লাখ ২৩ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host