ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১
সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী ফয়জুর রহমান জাহেদ-সহ যেসকল আইনজীবী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের মাগফেরাত কামনায় ও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মনির উদ্দিন অ্যাডভোকেট, হাবিবুর রহমান অ্যাডভোকেট, মমিনুর রহমান টিটু অ্যাডভোকেটসহ যেসকল আইনজীবী অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালত ভবনের ১০৮নং কক্ষের আইনজীবীদের উদ্যোগে সোমবার বাদ যোহর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র আইনজীবী মৌলানা আব্দুর রকিব অ্যাডভোকেট।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, জিপি অ্যাডভোকেট রাজ উদ্দিন, সাবেক জিপি অ্যাডভোকেট খাদেমুল মিল্লাত জালাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট দিনা ইয়াসমিন, অ্যাডিশনাল জিপি অ্যাডভোকেট হোসেন আহমদ, অতিরিক্ত মহানগর দায়রা জজ’র পিপি অ্যাডভোকেট জোবায়ের বখ্ত জুবের, অ্যাডভোকেট আলা উদ্দিন, অ্যাডভোকেট প্রসেন কান্তি, অ্যাডভোকেট মনজুর আহমদ, সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট আহমদ ওবায়দুর রহমান ফাহমি, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, অ্যাডভোকেট মাহিনুল ইসলাম, অ্যাডভোকেট ইমরান আহমদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মুহিবুর রহমান, অ্যাডভোকেট ইকরামুল কবির শিরু, অ্যাডভোকেট খোকন আহমদ, এপিপি অ্যাডভোকেট মাসুম আহমদ ও অ্যাডভোকেট আকমল খান।
এছাড়াও আইনজীবী সহকারী দিলদার হোসেন, আব্দুল কুদ্দুছ রাসেল, সাংবাদিক রফিক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host