ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১
মৌলভীবাজার সংবাদদাতা
করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে মাঠে নেমেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল উপজেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান মহোদয়ের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে শনিবার (২৬ জুন) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা, বাইরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ ধারামতে ১৮৯ জনকে ৪৪ হাজার ৭৪৫ টাকা অর্থদণ্ড ও তা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারগণ (ভূমি) এবং জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এ সময় তাদের সহযোগিতা করে মৌলভীবাজার জেলা পুলিশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host