ইসলামপুরে শাহজালাল (রঃ) উচ্চ বিদ্যালয়ের ভবনে ফাটল : শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কে

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

ইসলামপুরে শাহজালাল (রঃ) উচ্চ বিদ্যালয়ের ভবনে ফাটল : শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কে

নিজস্ব প্রতিবেদক
সিলেট শহরতলীর ইসলামপুরে হযরত শাহজালাল (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান ভবনে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের ডেঞ্জার জোন হিসেবে খ্যাত সিলেটে এ ধরনের ভবন শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ।

 

জানা যায়, প্রায় কয়েক বছর আগেই এই ভবনে ফাটল দেখা দেয়। এরপরও আতঙ্ক নিয়ে সেখানে ক্লাস নেওয়া হয় নবম ও দশম শ্রেণির। দিন দিন ভবনটি আরও দুর্বল হতে থাকায় আতঙ্ক বিরাজ করে শিক্ষার্থীদের অভিভাবকদের মনে। তারাও ভবনটি সংস্কারে শিক্ষকদের প্রতি দাবি জানান।

 

অভিভাবকরা জানান, বিদ্যালয়ের প্রধান ভবনটি অনেক পুরনো। এর মাঝে কয়েক জায়গায় ফাটলও রয়েছে। ভূমিকম্প প্রবণ সিলেটের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে যেখানে বিশেষজ্ঞরা মাথা ঘামাচ্ছেন, নগরের রাজা জিসি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ একটি ভবন পরিত্যাক্ত ঘোষণাসহ বেশ কিছু মার্কেট, শপিংমল ও ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেগুলো বন্ধ রাখা হয়েছে। অথচ, হযরত শাহজালাল (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান ভবনটি নিয়ে যেনো কারও মাথা ব্যথা নেই। ভবনটিতে নবম ও দশম শ্রেনির ক্লাস রয়েছে। সেই সাথে রয়েছে একটি বিজ্ঞানাগার।

 

শিক্ষার্থীদের জীবনমান বিবেচনায় নিয়ে এই ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করে সংস্কার বা নতুন ভবনের জোর দাবি জানান অভিভাবকরা।

 

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস বলেন, ফাটল দেখা যাওয়া ভবনে ৩টি কক্ষ রয়েছে। একটিতে দশম শ্রেণি আর অপরটিতে নবম শ্রেণির ক্লাস নেয়া হতো এবং একটি কক্ষ বিজ্ঞানাগার হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে করোনকালীন সময় স্কুল ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। কয়েক বছর আগেই উক্ত ভবনে ফাটল দেখা দেয়। ফাটল দেখা দেওয়ার পর বিষয়টি বিভাগীয় শিক্ষা অফিসারকে জানানো হয়। তিনি নতুন ভবন নির্মাণের আশ্বাস দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি সিলেটে ঘন ঘন ভূমিকম্প হওয়ায় ভবনটি ফাটল আরও বৃদ্ধি পেয়েছে। এতে ভবনটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে।

 

তিনি জানান, ১৯৯৪ সালে ভবনটি নির্মাণ করা হয়। ভবনটি নির্মাণে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ভবন নির্মাণে নিম্নমানের পাথর, সিমেন্ট ও রড ব্যবহার করার কারণেই ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। তাই ভবনটি শ্রেণি কক্ষ হিসেবে ব্যবহারের অনুপযুক্ত। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর