জকিগঞ্জে ৫১০ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১

জকিগঞ্জে ৫১০ পিস ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে।

 

শুক্রবার (২ জুলাই) ভোরে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পূর্ব লোহারমহল এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

 

আটক মাদক ব্যবসায়ী জাকারিয়া আহমদ (২২), জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পূর্ব লোহারমহল গ্রামের হারিছ আলী পুত্র।

 

এ অভিযান পরিচালনা করেন জকিগঞ্জ থানার এস আই তন্ময় কান্তি দাসের নেতৃত্বে একদল পুলিশ।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কাসেম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আমরা মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও মাদকের মদদদাতা কাউকে রেহাই দেবনা। এ ক্ষেত্রে তিনি জকিগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর