ঢাকা ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার মোট ২৫ লাখ টিকার মধ্যে সাড়ে ১২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার রাত প্রায় সাড়ে ১১টা ২২ মিনিটের দিকে টিকা নিয়ে এমিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র ও স্বাস্থ্য সচিব, মার্কিন রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তারা এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাকি সাড়ে ১২ লাখ টিকা শনিবার (৩ জুলাই) সকালে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, জুন মাসে হোয়াইট হাউস এক ঘোষণায় জানায়, এশিয়ার ১৬টি দেশকে তারা ৭০ লাখ টিকা কোভ্যাক্সের মাধ্যমে সরবরাহ করবে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘আমরা চেষ্টা করেছি এবং এখন আমরা কোভ্যাক্সের আওতায় টিকা পাচ্ছি। একইসঙ্গে চীনের কাছ থেকেও টিকা পাওয়া গেছে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host