শ্লীলতাহানির অভিযোগে শাবি শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১

শ্লীলতাহানির অভিযোগে শাবি শিক্ষার্থী বহিষ্কার

শাবিপ্রবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত সুমন দাশ সুবির লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের (২০১৬-১৭) শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

 

উপাচার্য বলেন, প্রাথমিকভাবে আমরা অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগের সত্যতা পেয়েছি। তাই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এতে তার একডেমিক ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

উপাচার্য আরও বলেন, আমরা অভিযোগপত্রটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে পাঠিয়েছি। তারা তদন্ত সাপেক্ষে রিপোর্ট জমা দিলে সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর