বাবার পাশেই চিরনিদ্রায় শায়িত মাওলানা শামসুদ্দোহা খান

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১

বাবার পাশেই চিরনিদ্রায় শায়িত মাওলানা শামসুদ্দোহা খান

জকিগঞ্জ প্রতিনিধি
বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মাওলানা শামসুদ্দোহা খান রাসেল। যে মক্তব থেকে শিক্ষাজীবন শুরু করেছিলেন সেই রাজনপুর জামে মসজিদের সম্মুখে সোমবার বেলা ২টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

 

জানাজার নামাজে ইমামত্বি করেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলান হাফিজ আব্দুল ওয়াহাব। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তাঁকে দাফন করা হয়।

 

এর আগে শনিবার, রাত ৯টায় করোনাক্রান্ত হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও লতিফিয়া আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন উদীয়মান রাজনীতিবিদ, সমাজকর্মী ও লেখক হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি ছিল। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর