ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১
আজমিরীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘঠনা ঘটেছে। রবিবার রাত আনুমানিক ৮টায় পৌরসভার সদর বাজারের মধ্যবাজারে রাজ্জাক ম্যানসনের স্বত্বাধিকারী রাজ্জাক মিয়ার বাসার রান্নাঘর থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। এ সময় প্বার্শবর্তী পুকুরে শেলো পাম্প বসিয়ে প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৮টায় আজমিরীগঞ্জ সদর বাজারের মধ্যবাজারের রাজ্জাক ম্যানসনের স্বত্বাধিকারী রাজ্জাক মিয়ার বাসার রান্নাঘরের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এই সময় চারদিকে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে বিল্ডিংয়ে এবং আশেপাশের বসবাসরত বাসিন্দারা আতঙ্কে দিকবিদ্বিক ছুটতে থাকেন। এ সময় স্থানীয়রা শেলো পাম্পের মাধ্যমে পার্শ্ববর্তী পুকুর থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপি পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন নিয়ন্ত্রণের সময় রাজ্জাক মিয়ার পুত্র সেলিম মিয়াসহ ৪/৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডিসপেনসারিতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করান। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি দল ঘঠনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ বিষয়ে বানিয়াচং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শেখ সৈয়দ আহমেদ জানান, রান্নাঘরের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারনা করছি। সেই সাথে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host