ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সিলেট সিটি করপোরেশনের আয়োজনে করোনার সংক্রমণ রোধ ও সিলেটের চিকিৎসা সেবার উন্নয়ন শীর্ষক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী সঞ্চালনায় সভায় ভার্চিুয়ালি সংযুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমিন এমপি। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জরুরী সভার বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগের ব্যাপারে আলোচনা করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, সিলেটে করোনা মহামারির সময়ে সংকট নিরসনে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের মাঝে ওসমানীর আরও ৪৫০ শয্যা আইসোলেশন উন্নিত করনে কেন্দ্রীয় অক্সিজেন, পাড়ায় মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম, গণটিকায় মানুষকে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন ইত্যাদি।
মেয়র বলেন, সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য আরও ৪৫০ শয্যা আইসোলেশন ওয়ার্ড বাড়ানো সম্ভব হলেও কেন্দ্রীয় অক্সিজেনের অভাবে তা আটকে আছে। বার বার মন্ত্রণালয়ে চিঠি দিয়েও মিলছে না সহযোগিতা। তাই যদি মন্ত্রণালয় থেকে কোন সহযোগিতা না মেলে তাহলে সিসিকের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।
এসময় মেয়র আগামী ৭ তারিখ থেকে সকলকে গণটিকায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, মহামারীর এসময়ে সিসিকের সকল কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছি। একই সাথে গণটিকায় মানুষকে উদ্বুদ্ধ করতেও বলেছি। এ লক্ষ্যে সকল কাউন্সিলর কাজ করবেন।
এরআগে জরুরী সভায় করোনা ভাইরাসের সংক্রমণের উর্ধ্বগতি ও সিলেটের চিকিৎসা সেবার বর্তমান অবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেয়া হয়। বর্তমানে সিলেটের সবকটি সরকারি বেসরকারি হাসপাতালে সিট, অক্সিজেন সংকটের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরে আলোচকরা। এছাড়া সভায় করোনা ভাইরাসের সংক্রমন থেকে মুক্ত রাখতে গণটিকা দানে সচেতনতামুলক কার্যক্রম হাতের নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ভার্চিুয়ালি অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমিন এমপি সিলেটের স্বাস্থ্য সেবার উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা জাসদের সদস্য মহিউদ্দিন আহমদ, মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকারিয়া, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম।
বিভিন্ন সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন- এটিএম ফয়েজ সভাপতি সিলেট জেলা আইনজীবী সমিতি, এটিএম সুয়েব সভাপতি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, মাহিউদ্দিন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক, সিলেট জেলা ক্রীড়া সংস্থা, মিশফাক আহমদ চৌধুরী মিশু, সভাপতি সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট, আব্দুল করিম সাধারণ সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন, সিলেট, রজতকান্তি গুপ্ত সাধারণ সম্পাদক সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।
চিকিৎসা সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. মো. তারেক আজাদ, পরিচালক জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. আশরাফ আহমেদ, সহকারি পরিচালক, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. জ্যোতি কুমার চৌধুরী, সহযোগী অধ্যাপক, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, মো. এমদাদ হোসেন চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মো. নাহিদ আলম, গ্যাস সাপ্লায়ার কোম্পানি লিন্ডের সিলেট প্রতিনিধি।
সিসিক কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন- কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর রাশেদ আহমেদ, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর মো. ইলিয়াসুর রহমান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর মো. সিকান্দর আলী, কাউন্সিলর মো. মোখলিসুর রহমান কামরান, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর এস শওকত আমিন তৌহিদ, কাউন্সিলর মো. তারেক উদ্দিন তাজ, সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা, কাউন্সিলর নাজনীন আক্তার কনা, কাউন্সিলর শাহনাজ বেগম শানু , কাউন্সিলর কুলসুমা বেগম পপি ও সনন্দা রায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিসিক।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host