ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১
প্রতিবারের মতো এবারও মানবিক সাহায্যের হাত প্রসারিত করেছে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট। একজন ক্যান্সার রোগীকে আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে নতুন আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলো সংগঠনটি। বিগত ১ আগস্ট সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাতৃমঙ্গল হাসপাতাল হল রোমে দক্ষিণ সুনামগঞ্জ নিবাসী ঝর্ণা বেগম নামের ওই ক্যান্সার রোগীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এসময় তার হাতে ১০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন ক্লাব নেতৃবৃন্দ।
ক্লাব সভাপতি রোটারিয়ান মো. সাইফুর রহমানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় পরিচালক ডাঃ হিমাংশু লাল রায় এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ডিস্ট্রিক্ট ট্রেইনার পিডিজি লে.কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রোটারির কুশিয়ারা জোনের জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান ফয়সল করিম মুন্না, ডেপুটি গভর্নর পিপি রোটারিয়ান কাউন্সিলর মো. তৌফিক বক্স লিপন, অ্যাসিস্ট্যান্ট গভর্নর পিপি আবু সুফিয়ান, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল, পিপি রোটারিয়ান কাজী হেলাল, পিপি রোটারিয়ান আজিজুর রহমান, আইপিপি রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান, আক্তার চৌধুরী রুবেল, কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াছ, রোটারিয়ান দেওয়ান রুশো চৌধুরী, রোটারিয়ান আসাদুজ্জামান রনি, রোটারিয়ান মাজারুল হক লিটন, সোয়েব আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটারিয়ান মিজানুর রহমান, রোটারি ক্লাব অব জালালাবাদ-এর সহসভাপতি রোটারিয়ান মনজুর আল বাসেত প্রমুখ।
অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন- পিপি রোটারিয়ান ইয়াকুতুল গনি ওসমানী। উক্ত অনুষ্ঠানে বক্তাগণ বলেন রোটারী ক্লাব গুলো আর্তমানবতার কল্যাণে কাজ করছে এটা সমাজের হতদরিদ্র মানুষের মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চার জাগাবে বলে মনে করেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host