প্রজন্ম ইউথ হাব’র প্লেয়ার অকশন

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১

প্রজন্ম ইউথ হাব’র প্লেয়ার অকশন

প্রজন্ম ইউথ হাব’’র উদ্যোগে প্লেয়ার অকশন অনুষ্ঠানের মধ্য দিয়ে পিএফল টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে শুক্রবার বাদ এশা নগরের বন্দর বাজারস্থ হোটেল ওরিয়েন্টাল এর হল-রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশন এর ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবি এম জিল্লুর রহমান উজ্জ্বল।

 

প্রজন্ম ইউথ হাব এর সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইশরাত ইবনে ইসমাইল এর সভাপতিত্বে ও হাবের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাফিজ সাকিব আল হাসান এবং ইন্জিনিয়ার হাসনাত জনি এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্লেয়ার নিলাম-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক, প্রজন্ম ইউথ হাব এর সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ।

 

বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন- রোটারি ক্লাব অব সিলেট গ্যালাক্সির পিপি, রোটারি ডিস্ট্রিক্ট এসিস্ট্যান্ট গভর্নর এবং পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগীয় সভাপতি বিশিষ্ট ব্যাংকার নাজিম উদ্দিন শাহান, সিলেট জেলা স্টেডিয়াম এর স্ক্রোরার মুহাম্মদ সোহেল, হোটেল ওরিয়েন্টাল এর ডিরেক্টর ইমরুল হাসান বাবু, প্রজন্ম ইউথ হাব এর সহ-সভাপতি আলমগীর হোসেন, স্বাগত বক্তব্য রাখেন হাব এর সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ।

 

অনুষ্ঠানের প্রথম এবং ২য় অধিবেষনে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি এজাজ হোসেন, মহাজনপট্রির বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনাইটেড ক্লাব এর স্বত্বাধিকারী ইয়াসীর আরাফাত, হোটেল ওরিয়েন্টাল এর ডিরেক্টর মনজুরুল আলম দাদুল, প্রজন্ম ইউথ হাব’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, অর্থ সম্পাদক এডভোকেট মুহিনুর রহমান এবাদ, দপ্তর সম্পাদক আলী আফসর, ক্রিড়া সম্পাদক খোকন আহমেদ, তথ্য ও গবেষনা সম্পাদক ড.সোলেমান আহমেদ খাঁন, সহ-প্রচার সম্পাদক তাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রুহিন ইসলাম, প্রশাষন বিষয়ক সম্পাদক মাহফুজ হাসান তান্না, হাব নির্বাহী সদস্য বেলাল আহমেদ, আমিন সিদ্দিক আকিব।

 

প্লেয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন- দেলোয়ার হোসেন দেলু, খালেদ হোসেন চৌধুরী, মাতাউর রহমান সোয়েব, আখতার আহমেদ, কাউসার আহমেদ, মুহাম্মদ ইমন, পারভেজ আহমেদ, জিয়া ইসলাম, সালেহ আহমেদ, ইব্রাহিম উজ্জ্বল, রাহাত খাঁন, আবু সুফিয়ান ফাহিম, কামরুল ইসলাম, মুহাম্মদ নয়ন, রাজু ইসলাম, মাহমুদ হাসান, জামান রাফি, জামান ফাহিম প্রমূখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর