ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১
কমলগঞ্জ সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে সে মারা যায়।
নিহত মনোয়ার ৫নং সদর ইউনিয়নের বাল্লারপার গ্রামের মুসলিম মিয়ার পুত্র। সে লঙ্গুরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিং কাজ করছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের লঙ্গুরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিং এর কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় ওয়েল্ডিং মিস্ত্রি মনোয়ার হোসেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়দ্বীপ পাল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনলে মৃত ঘোষণা করা হয়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের এজিএম (কম) সাকিব মোল্লা বলেন, একটি ঘরের ভিতরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host