ঢাকা ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১
জনতা ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কর্তৃক ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বাস্তবায়ন সংক্রান্ত নৈতিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা শনিবার বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন কার্যালয় ও শাখায় কর্মরত কর্মকর্তারা অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন বিভাগীয় কার্যালয় সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনতা ব্যাংক এরিয়া অফিস সিলেট এর উপমহাব্যবসস্থাপক জনাব সনদীপ কুমার রায়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন প্রধান কার্য়ালয়রে হিউম্যান রির্সোসেস ডেভেলপমেন্ট ডিপার্টমন্ট এর উপমহাব্যবস্থাপক মোঃ আঃ হান্নান মোল্যা, সিনিয়র প্রিন্সিপাল অফিসার খুরশীদ আমিন হোসেন তারেক, প্রিন্সিপাল অফিসার আম্মদ-আল-যোবায়ের আখন্দ প্রমূখ। প্রশিক্ষণ স্থানীয়ভাবে কোঅর্ডিনেশন করেন বিভাগীয় কার্যালয়, সিলেট এর সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান।
উদ্বোধনিী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শুদ্ধাচার ব্যক্তিগত জীবন হতে আর্ণ্তজাতিক জীবন পর্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যাংক এর ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসাবে মানুষের জামানতের সঠিকভাবে নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের সাথে সাথে ভাল ব্যাবহারের মাধ্যমে মানুষকে সেবা প্রদান এবং নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরনের মাধ্যমে সেবা প্রদান করতে পারলে শুদ্ধাচার বাস্তবায়ন করা যাবে। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host