কোম্পীনগঞ্জ উপজেলা বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১

কোম্পীনগঞ্জ উপজেলা বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সদ্য মৃত্যুবরণকারী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনির উদ্দিন ও উপজেলা বিএনপি নেতা হাজী আব্দুল মন্নান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি। শনিবার বিকেলে ভোলাগঞ্জস্থ একটি মাদ্রাসায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে সিলেট জেলা ও কোম্পানীঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভার শেষ পর্যায়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সদ্য মৃত্যুবরণকারী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা সামসুদ্দিন আহমদ, মনির উদ্দিন ও হাজী আব্দুল মন্নানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা দিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের মাগফেরাত কামনা, করোনা মহামারী থেকে মুক্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি আব্দুল মন্নান মনাফের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলার আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য হাজি সাহাব উদ্দিন, মাওলানা আতাউর রহমান ও মাওলানা সিকন্দর আলী, জেলা বিএনপি নেতা এডভোকেট আহমদ রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা শওকত আলী বাবুল, এডভোকেট কামাল হোসেন, কাইয়ুম মাস্টার, ফখরুল ইসলাম, আজির উদ্দিন, সামছুদ্দিন শাহীন, হাজী কামাল উদ্দিন, কয়েছ আহমদ, আবু তাহের মেম্বার, হাজী ওমর আলী, নাছির উদ্দিন, লায়েক আহমদ, নুরুল মুত্তাকিন বাদশাহ, ওস্তার আলী, শাহিদ আহমদ, আব্দুল কাইয়ুম, সামছুদ্দোহা, তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস ছালাম বাবুল, হাজী ফয়জুল হক, আফতাবুজ্জামান নোমান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ, এমদাদুর রহমান, বাবুল আহমদ, আব্দুল্লাহ আল মামুন, রাইসুল ইসলাম, ফরিদ উদ্দিন, আশরাফ আলী, বিলাল হোসেন, আবু বকর, নিজাম উদ্দিন, সোনা মিয়া সোহান, হযরত আলী, মাসুক আহমদ, আবু জাফর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমান ও সদস্য সচিব ইকবাল হোসেন প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর