ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১
‘শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ’ এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে এক আলোচনা সভা শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ‘বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা ও অগ্রযাত্রার পথে বর্তমান বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. কবির খান।
প্রবন্ধের উপর আলোচনা করেন মহানগর সভাপতি মো. মজির উদ্দিন, জেলা কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. আজমল আলী, মহানগর কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আবুল হাসানাত। বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক রাজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাস। পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন মহানগর কমিটির সদস্য রেজাউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট জেলা কমিটির বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফৌজিয়া আক্তার।
বক্তব্যে নেতৃবৃন্দ উল্লেখ করেন, শিক্ষা যেহেতু একটা জাতির মানস গঠনে মূল ভূমিকা পালন করে তাই বঙ্গবন্ধু রাষ্ট্র গঠনে শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে সমাজ থেকে দারিদ্র্য এবং বৈষম্য দূর করা সম্ভব। গ্রামীণ মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য প্রত্যেক শিক্ষক এবং শিক্ষার্থীকে কিছুদিন গ্রামে কাটানোর পরামর্শ দিয়েছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু ৩৬১৬৫টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। ড. কুদরাত-ই খুদার নেতৃত্ব শিক্ষা কমিশন গঠন করেন বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করেন। চারটি বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন দান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা কমিটির সহ-সভাপতি অজয় কুমার রায়, বাহার উদ্দিন আখন্দ, মো. খসরুজ্জামান তাফাদার, ইকবাল হোসেন আনা, ডা. শামসুল ইসলাম, মহানগর কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, অ্যাডভোকেট দিলীপ কুমার কর, অ্যাডভোকেট শাহ আব্দুল আজিজ, প্রদীপ চন্দ্র দাস, ডা. ফখর উদ্দিন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালা উদ্দিন বেলাল, শাহজাহান মাসুক, আব্দুল আহাদ, মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব আহমদ, রাজীব সী সুমন, জসিম উদ্দিন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, এনামুল হক সোহেল, জয়নাল আহমদ চৌধুরী, বিপ্লব পুরকায়স্থ, আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, মশিউর রহমান এহিয়া, শমসের রাসেল, বশারত আলী বাশার, সুজেল আহমদ তালুকদার, মো. রুহুল আমিন, অপু দেব, জেলা কমিটির অর্থ সম্পাদক আহমদ মুননুন পান্না, মহানগরের শামীম আহমদ, জেলা দপ্তর সম্পাদক কামরুল আনাম চৌধুরী, মহানগরের শাহিন আহমদ নয়ন,জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম, মহানগরের নৃপেশ রায়, মহানগরের বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহিবুর রহমান এহিয়া, জেলা তথ্য ও গবেষণা সম্পাদক পরিতোষ বাবলু, মহানগরের জ্যেতিষ মজুমদার, জেলা কৃষি সম্পাদক কাজল রায়, মহানগরের কানন দাস, মহানগরের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জহিরুল ইসলাম, জেলা কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পৃথ্বিশ কান্তি ঘোষ, মহানগরের পলাশ সেনাপতি, জেলা প্রচার সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, সুবেন্দু শেখর পাল মিঠু প্রচার সম্পাদক মহানগর, হিল্লোল শর্মা সাংস্কৃতিক সম্পাদক মহানগর কমিটি, সালা উদ্দিন পারভেজ মুক্তিযোদ্ধা সম্পাদক জেলা কমিটি, জবরুল আহমদ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মহানগর, উবায়দা জেসমিন সুলতানা সমাজকল্যাণ সম্পাদক মহানগর কমিটি, ফখরুল ওয়াহেদ চৌধুরী ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সিলেট জেলা, নাজিম খান মমহানগর কমিটি, অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা আইন বিষয়ক সম্পাদক সিলেট জেলা, অ্যাডভোকেট মোহাম্মদ শাহাব উদ্দিন মহানগর কমিটি, রিয়াজ উদ্দিন বন ও পরিবেশ সম্পাদক জেলা কমিটি, মোহাম্মদ মুজিবুর রহমান শ্রম বিষয়ক সম্পাদক জেলা কমিটি, পৃথম কর্মকার মহানগর, মহি উদ্দিন হায়দার ধর্ম বিষয়ক সম্পাদক জেলা কমিটি, এনামুল হক শিপু মহানগর, ইবাদ খান দিনার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক জেলা কমিটি, জোবায়ের আহমদ মহানগর কমিটি, আশিষ কুমার পাল ক্রীড়া সম্পাদক জেলা কমিটি, মোস্তাফিজুর রহমান মহানগর, জেলা কমিটির সদস্য তাজ উদ্দিন, সঞ্জয় কুমার দেব, হিমাংশু রঞ্জন দাস, লুৎফুন নাহার চৌধুরী শেলী, মহানগর কমিটির সদস্য তারেক মাহমুদ রুমেল, সব্যসাচী দেব রায় রাজু, সুমন চন্দ্র তালুকদার, রেজাউল ইসলাম, স্মৃতি ভূষণ দাস সাগর প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host