ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, সাবেক সংসদ সদস্য ও অঙ্গীকার জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, ’৭৫ এর ১৫ আগস্ট কালরাতে ঘাতকদের হাতে নির্মমভাবে স্বপরিবারে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ২৬ জন নিহত হন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধু হত্যার বিচারের মাধ্যমে জাতিকে কঙ্কল মুক্ত করেছেন। বাংলার মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করলেই তাঁর আত্মা শান্তি পাবে। জাতির পিতার বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে। তাঁর হাতকে শক্তিশালী করে বিশেষ করে নারী অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলতে হবে। তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি সোমবার বিকালে নগরের রায়নগরস্থ সরকারি শিশু পরিবার (বালিকা) এতিম শিশুদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অঙ্গীকার জনকল্যাণ সংস্থা তাঁতীপাড়া সিলেট আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
সাংবাদিক এম. আহমদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, রায়নগর সরকারি শিশু পরিবার (বালিকা) এর উপ-তত্ত্বাবধায়ক সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরী, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, সহ সাধারণ সম্পাদক মাধুরী গুন, সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক মেম্বার নুরুন্নাহার বেগম, সমাজসেবী সদর উদ্দীন প্রমুখ।
পরে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সরকারি শিশু পরিবার (বালিকা) এর ধর্মীয় শিক্ষক হাফিজ আব্দুল মালিক। দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host