বিজয়ী হাবিবুর রহমানকে স্যার এনাম’র অভিনন্দন

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১

বিজয়ী হাবিবুর রহমানকে স্যার এনাম’র অভিনন্দন

বিশেষ প্রতিবেদক
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য ম্যানচেস্টার আওয়ামী লীগের সাবেক সভাপতি স্যার এনাম উল ইসলাম।

 

শনিবার এক বিবৃতিতে স্যার এনাম উল ইসলাম সিলেট-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হাবিবুর রহমান হাবিবকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

 

অভিনন্দনবার্তায় তিনি বলেন, ‘আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক বড় বড় মেঘা প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে। যার ফলশ্রুতিতে আওয়ামী লীগের উন্নয়ন জনগণের চোখে আরও দৃশ্যমান হয়। দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বগুণে দেশ আজ উন্নয়নের বিশ্বনেতৃত্বে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে হাবিবুর রহমান হাবিবকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করায় ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর