কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ ৩ জন নিহত: সংকটাপন্ন ৮

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ ৩ জন নিহত: সংকটাপন্ন ৮

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের (নোহা) তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও ৮ জনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ভাটেরা হোসেনপুর নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও শিশু রয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় কিছু সময় রেল যোগাযোগ বন্ধ থাকলেও ফের সচল হয়েছে।

 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভাটেরা হোসেনপুর নামক স্থানে ট্রেন দুর্ঘটনায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মাইক্রোর চালকসহ আরও ৮ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন রেল যোগযোগ সচল রয়েছে।

 

ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসছিলো পারাবত এক্সপ্রেস। সাড়ে ১২টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর বাস্ট্যান্ডের কাছে পৌছায়। এসময় মাইক্রোবাসটি (নোহা) বেখেয়ালে রেল ক্রসিংয়ে ওঠে যায়। তখন দ্রুত গতির পারাবত নোহা গাড়িটিকে ধাক্কা দিয়ে অন্তত অর্ধ কিলোমিটার সামনের দিকে নিয়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা যাত্রীদের মধ্যে তিন জন নিহত হয়েছেন। বাকিদের উদ্ধার করে সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও দেড়টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে বলেও তিনি নিশ্চিত করেন।

 

রেল ক্রসিংয়ে সিগনাল ছিলো কি না জানতে চাইলে কুলাউড়া থানার ওসি বলেন, এটি অরক্ষিত রেল ক্রসিং। এলাকাবাসী নিজেদের সুবিধায় নিজে নিজে তৈরি করেছেন।

 

এদিকে দুপুর সাড়ে ১২টায় দুর্ঘটনা ঘটলেও বেলা ১টার দিকেও খবর জানেন না সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান। দুর্ঘটনা সম্পর্কে জানতে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বেলা ১টার দিকে বলেন, আমি এখনও কোনো খবর পাইনি। আপনারা ঘটনাস্থলে গিয়ে অথবা কারো মাধ্যমে জেনে নিতে পারেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর