একই ট্রেনে কাটা পড়ে কমলগঞ্জে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

একই ট্রেনে কাটা পড়ে কমলগঞ্জে বৃদ্ধের মৃত্যু

কমলগঞ্জ সংবাদদাতা
মৌলভীবাজার জেলার কুলাউড়ার ভাটেরায় মাইক্রোবাসকে ধাক্কা দেওয়া আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কমলগঞ্জের রুশন মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টায় শমশেরনগর রেলওয়ে স্টেশনের অদুরে দক্ষিণ কেছুলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি ওই গ্রামেরই (কেছুলুটি) বাসিন্দা।

 

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আহমদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস রেল স্টেশনের অদুরে দক্ষিণ কেছুলুটি এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যান।

 

শমশেরনগর ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, নিহত রুশন মিয়া প্যারালাইসড রোগী ছিল। ঘটনার পর আত্মীয় স্বজনরা নিহতের লাশ বাড়িতে নিয়ে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করেন।

 

এদিকে আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি দুপুর পৌনে ১২টায় কমলগঞ্জের ওই বৃদ্ধকে কেটে সিলেটে আসার পথে দুপুর সাড়ে ১২টায় কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর নামক স্থানে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে তিন জন নিহত হন এবং সংকটাপন্ন অবস্থায় ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে প্রেরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর