ঢাকা ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় দীর্ঘ দেড় বছর পর রোববার সরকারি নির্দেশনায় সারাদেশের মতো সিলেটেও খুলেছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শরীরের তাপমাত্রা মাপার পর শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুইয়ে অথবা স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করে শ্রেণি কক্ষে প্রবেশ করানো হয়।
সিলেটের সীমান্তিক আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘চলতি বছর যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের ২০ জন ও আগামী বছরের এসএসসি পরীক্ষাথী ২২ জন আজ ক্লাসে উপস্থিত ছিল। আমরা রুটিন করে কম সংখ্যকভাবে ছাত্রদের ক্লাস নিচ্ছি স্বাস্থ্যবিধি মেনে। তাছাড়া অন্যান্য ক্লাসের ৫০ ভাগ ছাত্রছাত্রী উপস্থিত ছিল। প্রথম দিন হওয়ায় সবাই হয়তো স্কুলে আসেনি। সামনের ক্লাসগুলোতে উপস্থিতি বাড়বে বলে জানান।
তিনি আরও বলেন, আপাতত প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী, পঞ্চম, দশম, দ্বাদশ শ্রেণির প্রতিদিন এবং প্রথম থেকে চতুর্থ ও ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে সপ্তাহে একদিন ক্লাস নেওয়া হবে। নিজেদের সুবিধামতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রুটিন তৈরি করেছে।
সীমান্তিক আইডিয়াল স্কুলে তিনভাগে বিভক্ত হয়ে ক্লাস নিচ্ছেন সিনিয়র শিক্ষক শংকরী মালাকার, সুহেল আহমদ, স্বর্ণা পুরকায়স্থ, সহকারী শিক্ষক মোঃ আলমগীর আকন্দ, শিল্পি রানী দেব, ফারহা দিনাত, হেলেনা আক্তার।
এদিকে, স্কুলে ফিরতে পেরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বসিত ভাব প্রত্যক্ষ করা গেছে। সিংহভাগ শিক্ষার্থীই নতুন ড্রেস পরে প্রতিষ্ঠানে এসেছিল। কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় তারা আবার স্কুলে এসে ক্লাস করতে পাড়ায় অনেক বেশি আনন্দ পাচ্ছেন, এবং অনেকদিন পর স্যার ও শিক্ষকদের সাথে দেখা হয়ে ভালো লাগছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host