ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ২ পুরুষ ও ৫ নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানা সূত্রে জানা যায়, (৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে দক্ষিণ সুরমা থানা এলাকার কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলের ২য় তলার ১১১ ও ১০৮ নং কক্ষে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গিয়াস উদ্দিন (৪৪)। গিয়াস দক্ষিণ সুরমা তিতাস আবাসিক হোটেলের ম্যানেজার। বি-বাড়ীয়া জেলার মো: হেবজু মিয়া (৩০), নারায়নগঞ্জের আমেনা আক্তার বিউটি (২৬), বরিশালের জাহানারা বেগম (২৬), চাঁদপুরের রেশমি আক্তার (২৪), নরসিংদীর ইসমা বেগম (২০) ও সালমা বেগম (২০)।
অভিযানকালে বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ (সং/২০১৩)এর ১১/১২/১৩ ধারায় মামলা নং-১১ দায়ের করা হয়েছে।
সিলেট দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host