ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২
লাখাই সংবাদদাতা
লাখাই থানা পরিদর্শন করলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় লাখাই থানা পরিদর্শনে আসলে থানা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসক ইশরাত জাহানকে ফুলের শুভেচ্ছা জানান ওসি এম এন মিয়া ও ওসি তদন্ত চম্পক দাম।
এ সময় উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) মো. শরীফ উদ্দিন।
পরে জেলা প্রশাসক ইশরাত জাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিনকে গার্ড অব ওনার করেন, লাখাই থানার এস আই ফজলে রাব্বির নেতৃত্বে একদল পুলিশ। এসময় লাখাই থানার অফিস কক্ষে পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন এবং লাখাই থানার আইনশৃঙ্খলা নিয়েও বিশেষ আলোচনা করা হয়।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা প্রশাসকের গোপনীয় শাখার সহকারী কমিশনার নাভিদ সারওয়ার।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host