ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২
শ্রীমঙ্গল সংবাদদাতা
ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের কালাপুর পেট্রোলপাম্প এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী কাভার্ডভ্যানকে পেছন ধাক্কা দিলে হেলপার মো.মিরাজ মিয়া (২৫) মারা যান। এসময় গুরুতর আহত হন চালক সালাউদ্দিন।
শুক্রবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের গ্যাসপাম্প এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী কাভার্ডভ্যানকে মৌলভীবাজারগামী ডিমবাহী কাভার্ডভ্যান (চট্র মেট্রো শ ১১-৩৭০২) পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ডিমবাহী কাভার্ডভ্যানের হেলপার মারা যান। এসময় গুরুতর আহত কাভার্ডভ্যানের চালককে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পরপর দাঁড়িয়ে থাকা মালবাহী কাভার্ডভ্যানটির চালক পালিয়ে যায়।
নিহত হেলপার মো. মিরাজ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ও আহত ড্রাইভার মো. সালাউদ্দিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার এতথ্য নিশ্চিত করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host