ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ঐতিহ্যবাহী ধোপা দিঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সিসিক মেয়র ও ঢাকাস্থ ভারতের রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে সিলেট সফরের অংশ হিসেবে নগরীর ধোপা দিঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসেন ঢাকাস্থ ভারতের রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তাকে প্রকল্প এলাকা ঘুরে দেখান।
ভারত সরকারের অর্থায়নে ধোপা দিঘি উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host