ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান।
অনুষ্ঠানের মধ্যে ছিল শহীদ মিনার ও বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত, এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন, কাবাডি প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, কোম্পানীগঞ্জ থানা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
আনুষ্ঠানিক পতাকা উত্তোলনে সালাম গ্রহণ করেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী শামীম আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী।
সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, মুক্তিযোদ্ধা চান মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানাজার মৃণাল কান্তি চৌধুরী, নির্বাচন অফিসার জিবুন্নাহার বেগম, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host