ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কোম্পানীগঞ্জ বালিকা বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবিদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফী উদ্দিন রেনু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খান মোহাম্মদ সাইফুল, কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সহ সভাপতি নাজমুল হক হেলাল, কোম্পানীগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন।
প্রেসক্লাবের সহ সভাপতি মইন উদ্দিন মিলনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক ও সোহেল রানা, কোষাধ্যক্ষ আলী হোসেন, অফিস সম্পাদক আনোয়ার সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফখর উদ্দিন, কার্যকরী সদস্য আব্দুল জলিল ও ফারুক আহমেদ প্রমুখ। সভায় টানা দ্বিতীয়বার সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় তামান্না আক্তার হেনাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সকাল ৮টায় উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host