ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩
কুলাউড়া সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ায় ছিনতাই, ডাকাত ও মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ জানুয়ারি) রাতে উপজেলা জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (২ জানুয়ারি) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান ফুল, একই এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে আশরাফ হোসেন রনি ও মৃত রমজান আলীর ছেলে ফখরুল ইসলাম।
তাদের মধ্যে ফুল ও রনি ছিনতাই ও ডাকাত দলের এবং ফখরুল মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সার্বিক দিকনির্দেশনায় ও থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জয়চণ্ডীর আছুরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।
ওসি মো. আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুলাউড়াসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ গুরুতর বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। তাদেরকে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শীত মৌসুমে চোর-ডাকাত রুখতে স্ব স্ব এলাকার জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন ওসি আব্দুছ ছালেক।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host