ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেট এর দ্বি-বার্ষিক নির্বাচনে সমিতির নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী একমাত্র প্যানেল জমা হওয়ায় গত শুক্রবার সমিতির বার্ষিক সাধারণ সভায় উক্ত প্যানেলকে নির্বাচিত ঘোষনা করা হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরীকে সভাপতি ও আহমদ মাহবুব ফেরদৌসকে সাধারণ সম্পাদক করে সমিতির ২০২৩-২৪ সালের ২৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক এ কমিটির নাম ঘোষনা করেন। এসময় নির্বাচন কমিশনার প্রফেসর ডা. আজিজুর রহমান, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দরা হলেন- সহ-সভাপতি প্রফেসর ডা. মো. হেলাল উদ্দিন, মো. রুস্তুম খান, লায়ন শামীম আরা বেগম বেবী, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, মো. মফিক, অর্থ সম্পাদক এডভোকেট মো. সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক অঞ্জন কুমার দাস, প্রচার সম্পাদক শহিদুর রহমান স্বপন, ক্রীড়া সম্পাদক এ কে এম ওয়াহিদুর রব জগলু, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সমাজকল্যাণ সম্পাদক মো. বাবুল সিদ্দিকী, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. করিমা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম আশুক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সুহেল, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ, নির্বাহী সদস্য হাজী এম এ মতিন, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সৈয়দ মহসিন হোসেন, মিজানুর রহমান খোকন, সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host