ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩
বিজয়ের কণ্ঠ ডেস্ক
ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি করার দায়ে হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়কে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আলোচিত এ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী মাওলানা ফুজায়েল আহমদের বাবা মাওলানা আব্দুল মুকিত।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল কাশেম এ রায় দেন। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনাল সিলেটের পিপি মো. মোস্তফা দিলওয়ার আল আজহার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার জকিগঞ্জের কেরাইয়া গ্রামের মৃত সুরেশ রায়ের ছেলে রাকেশ রায়ের ফেসবুকের একটি স্ক্রিনশট ২০১৭ সালের জুন মাসের শুরুতে ভাইরাল হয়। এতে পবিত্র ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর কথা লেখা ছিলো।
এ ঘটনায় ওই বছরের ৫ জুন জকিগঞ্জ থানায় মাওলানা ফুজায়েল আহমদ নামের স্থানীয় আলেম রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে ফুজায়েল আহমদ বিদেশে চলে গেলে মামলা পরিচালনা করেন তার বাবা মাওলানা মো. আব্দুল মুকিত।
মামলা দায়েরের পর রাকেশ রায়কে সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তের কাছাকাছি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ তাকে চার দিনের রিমান্ডে নেয়। ওই ঘটনার পর রাকেশের শাস্তির দাবিতে সিলেটে ইসলাম ধর্মের সর্বস্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। টানা কর্মসূচি নিয়ে আন্দোলনে নামেন তারা।
মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার রাকেশ রায়কে সাত বছর সশ্রম কারাদণ্ড প্রদান ও এক লাখ টাকা জরিমানা করেন সংশ্লিষ্ট আদালতের বিচারক।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host