ঢাকা ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩
নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক বাবুল দেব সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। রোববার সকালে বিক্ষোভ মিছিল শেষে কলেজ গেটে মানববন্ধন করে তারা। শুক্রবার সন্ধ্যায় কলেজ গেটের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক বাবুল দেব। এ ঘটনার পর থেকে কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করতে থাকে। বিক্ষুব্ধ হয়ে উঠে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে রোববার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয় সাধারন শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পবিার দুপুরে কলেজ অধ্যক্ষের সাথে অশালিন আচরণ করার অপরাধে এক শিক্ষার্থীকে মারধোর করে পুলিশে দেয়া হয়। এ ঘটনার জের ধরে ওই শিক্ষার্থীর সহযোগিরা শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ-ছাতক ও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীর মুক্তি দাবী করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে ওই শিক্ষার্থীকে মুক্তি দেয়া হলেও প্রতিশোধ নিতে গিয়ে অধ্যাপক বাবুল দেবের উপর হামলা করে সে ও তার সহযোগিরা। শিক্ষার্থীকে মারধোর করে পুলিশে দেয়া এবং ওই শিক্ষার্থী কর্তৃক শিক্ষকের উপর হামলার ঘটনায় কলেজের শিক্ষার্থীরা দু’টি পক্ষে বিভিক্ত হয়ে পড়ে।
এক পক্ষ কলেজ অধ্যক্ষের অপসারণ দাবী করছে এবং অন্য পক্ষ হামলাকারী শিক্ষার্থীকে গ্রেফতার ও বিচার দাবী করছে।
এদিকে কলেজে নির্ধারিত পরীক্ষা চলায় প্রশাসন কর্তৃক কলেজ ও তার আশপাশ এলাকায় শান্তিপূর্ন অবস্থা রাখতে ১৪৪ ধারা জারি করে। কিন্তু ছাত্র-শিক্ষক বিরোধের কারনে কলেজ ক্যাম্পাস সহ আশাপশের এলাকা ছিল উত্তপ্ত। একপক্ষ কলেজ গেটের ভিতরে এবং অন্যপক্ষ কলেজ গেটের বাইরে সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে। উদ্ভট এ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে কলেজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাৎক্ষনিক কলেজ হল রুমে এক বৈঠকে মিলিত হন।
পরে তাদের হস্তক্ষেপে আগামী ১৪ জানুয়ারী পর্যন্ত এ ঘটনা নিয়ে কলেজ ও কলেজের আশাপশে কোন ধরনের মিছিং-মিছিল না করার শর্তে উভয় পক্ষ সম্মত হয়। বৈঠকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি এড. রাজ উদ্দিন, সদস্য শামছুল আলম, আবু লেইছ কাহার, তৈয়বুর রহমান, ম্ওলানা আক্তার হোসেন, ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, ছাত্রলীগ নেতা আব্দুল গাফফার, শামীম আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host