ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩
বিজয়ের কণ্ঠ ডেস্ক
যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ শিক্ষা ট্রাস্ট নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা এবং শিক্ষানুরাগী মাহতাব মিয়া। সাধারণ সম্পাদক পদে প্রফেসর আব্দুল হাই ও কোষাধ্যক্ষ পদে নুরুল কাছ রিপন নির্বাচিত হয়েছেন।
এলাকার আর্থ-সামাজিক ও শিক্ষা সেবার মানোন্নয়ন কল্পে নবীগঞ্জকে একটি শিক্ষিত জনপদ গঠণের স্বপ্ন নিয়ে ২০০০ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। এরপর ব্রিটেনে বাঙালি কমিউনিটির অন্যতম বৃহৎ শিক্ষা ট্রাস্ট হিসেবে যুক্তরাজ্য তথা বহির্বিশ্বে স্বীকৃতি লাভ করে। সেইসাথে সর্বত্র অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে স্বগৌরবে আজও নিজস্বতা ধরে রেখেছে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে। দীর্ঘ পথ পরিক্রমায় নবীগঞ্জ প্রবাসী মানুষের ঐতিহ্যের স্মারক গৌরবোজ্জল এই সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন বার্মিংহামে অনুষ্ঠিত হয়।

গত ৮ জানুয়ারি রবিবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ইকবাল ব্যাংকুয়েটিং হলে প্রথম পর্বে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের বিজিএম অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী নবীগঞ্জবাসী ও সংগঠনের বিপুল সংখ্যক ট্রাস্টি এবং বাঙালী কমিউনিটির নানা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে উঠে ইকবাল ব্যাংকুয়েটিং হল।
নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের বিদায়ী সভাপতি মোজাহিদ মিয়া মোতাহের এর সভাপতিত্বে বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল শহীদ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিনাল আহমদ চৌধুরী। এরপর শুরু হওয়া অনুষ্ঠানে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের বিগত বছরের আর্থিক রিপোর্ট প্রকাশ করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ মুজিবুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান চুনু, ব্যারিস্টার আতাউর রহমান, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, মাহবুব নুরুল ইসলাম, ট্রাস্টের অন্যতম ট্রাস্টি আবু তাহের এমবিই, মাহতাব মিয়া, নাদির আজীজ দরাজ, তমিম চৌধুরী, ফিরুজ খান, আবু সুফিয়ান, হাবিবুর রহমান রানা, মৌলুদ খান, শাহ আলী হায়দার, আবু ইউসুফ চৌধুরী, আলহাজ বদিউজ্জামান বদর উদ্দিন, হাদিস মিয়া, ফখরু উদ্দিন।

সভায় অনন্যাদের মধ্য উপস্থিত ছিলেন- মাহমুদ মিয়া, ফিরোজ মিয়া, জাহেদুর রহমান লক্কু, আলী হায়দার, সৈয়দুর রহমান সাঈদ, মইনুল ইসলাম, সিরাজুল ইসলাম, আঙ্গুর মিয়া, আবুল কাসেম চৌধুরী, খয়রুল হোসেন, শাহ মোবাশ্বির আালী, জিল্লুর রহমান, বদরুল ইসলাম, আলতাব আহমদ, আবু তাহের, আব্দুল ওয়াদুদ, শামীম আহমদ, কমর উদ্দিন জুলহাস, জাবেদ হোসাইন, আব্দুস শহীদ, শামীম খান, মুফতি মিয়া, শামীম বোরহানী, উকিল মিয়া, মোজাহিদ মিয়া, আব্দুল ইকবাল, মর্তুজা মিয়া, জিলা মিয়া, আবুল ফয়েজ, নজির মিয়া, দিলাল আহমদ চৌধুরী, আতিকুর রহমান, আবদাল মিয়া, রাজীব আহমদ চৌধুরী, জুবায়ের হোসাইন প্রমুখ।
দ্বিতীয় পর্বে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার ব্যারিস্টার আতাউর রহমান, কামরুল হাসান চুনু ও এডভোকেট মৌলুদ খান আগামী দুই বছরের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন।
সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ কার্যনির্বাহী কমিটিতে মোট ৩৩ সদস্য রছেয়েছেন। এছাড়া গোলাম হোসেন চৌধুরী আনোয়ার মিয়াকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
নবীগঞ্জ উপজেলার শিক্ষার কল্যাণে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের কাজের ধারা অব্যাহত রেখে সংগঠনের কাক্সিক্ষত উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ।
নবীগঞ্জে স্কুল-কলেজের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের প্রক্রিয়া ও আইসিটি ইন্সটিটিউট ট্রেনিং সেন্টারকে আধুনিকায়ন করা; পুরুষ ও মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি শিক্ষা ব্যবস্থার উদ্যোগ গ্রহনসহ এলাকার সাধারণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ চর্চায় বিশেষ গুরুত্বারোপ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এসব উদ্যোগ বাস্তবায়নে তারা সকল প্রবাসী ট্রাস্টিদের সহযোগিতা কামনা করেন।
নবীগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সেবা প্রদানে ইতিপূর্বে নবীগঞ্জ শহরে ১১ শতক ভূমি ক্রয় করে চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট (নিচ তলা সম্পূর্ণ) নিজস্ব ভবন স্থাপন করা হয়। এই মহতি কাজে সকল ট্রাস্টিগণের সার্বিক সহযোগিতা ও আর্থিক অনুদানের ফলে তা সফল হয়েছে উল্লেখ করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক। সভায় নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের বিপুল সংখ্যক নতুন ট্রাস্টিদের মধ্যে সম্মাননা ট্রাস্টের পক্ষ থেকে সনদ বিতরণ করা হয়।
নব নির্বাচিত সভাপতি মাহতাব মিয়া জানান, আগামী ২ বছরের কার্যকরী কমটি ভবনের ২য় তলা সম্পূর্ণ করার চেষ্টাসহ আইসিটি ইন্সটিটিউট ট্রেনিং সেন্টার নতুন প্রযুক্তি কোর্সে অর্থ যোগান; নতুন ট্রাস্টি বৃদ্ধিকরাসহ নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট মেগা প্রজেক্ট নিয়ে এলাকার উন্নয়ন অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করবে। এছাড়াও নবীগঞ্জ আইসিটি ইন্সটিটিউট ভবনে একটি টেকনিক্যাল কলেজ স্থাপন করারও ইচ্ছে প্রকাশ করেন তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host