ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে এনপিএল-বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফাউন্ডেশন কর্তৃক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত নোয়াখালী বাজার প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন।
শনিবার নোয়াখালী বাজার সংলগ্ন মাঠে ৮ম নোয়াখালী বাজার ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২২-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, নোয়াখালী বাজার কমিটির সভাপতি রুকুনুজ্জামান রুকন, বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক কামাল আহমদ, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা সুহিন আহমেদ দুদু এবং সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন সহ বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তী সময় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host