ঢাকা ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩
দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৫ মামলার আসামি মাদক সম্রাট মামুন মিয়া (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণ বাগবাড়ি গ্রামের আব্দুল মুক্তাদিরের ছেলে।
শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ছাতক পৌরসভার দক্ষিণ বাগবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশ ও ছাতক থানা পুলিশের ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, আন্ত:জেলা মাদক সম্রাট মামুন মিয়ার বিরুদ্ধে দোয়ারাবাজার, ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জসহ বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। অবশেষে গত শনিবার (৮ এপ্রিল) সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক এর নেতৃত্বে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ও ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকিরের সহযোগিতায় সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে মামুন মিয়াকে তার বসত বাড়ি থেকে গ্রেপ্তার করে।
মামুনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (৭/২৩), দায়ের করা হয়েছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) দেবদুলাল ধর গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host